বুবুন মুখোপাধ্যায়, আসানসোল
শনিবার, আসানসোলে বিজেপির জেলা অফিসে এক সাংবাদিক সম্মেলন করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবি শংকর প্রসাদ। এদিনের সাংবাদিক সম্মেলনে রবিশঙ্কর প্রসাদ ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল ও বিজেপির জেলা সহ-সম্পাদক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। এদিন সাংবাদিক সম্মেলনে রবিশঙ্কর প্রসাদ বলেন, ‘শত্রুঘ্ন সিনহা তিন বছরে তিনবার দল পরিবর্তন করে আসানসোলে ভোটে লড়তে এসেছেন। তিনি কতদিন তৃণমূলে থাকবেন সেটা দেখার বিষয়।
পাটনা সাহিব-এ লক্ষাধিকেরও বেশি ভোটে তিনি পরাজিত হয়েছেন। তার স্ত্রী ও পুত্র ভোটে পরাজিত হয়েছে’। পশ্চিমবঙ্গে বিভিন্ন ঘটনায় সিবিআই তদন্ত প্রসঙ্গে রবিশংকর বলেন, পশ্চিমবঙ্গে পুলিশের উপর থেকে মানুষ আস্থা হারিয়েছেন, তাই বাধ্য হয়ে মানুষ আদালতের শরণাপন্ন হচ্ছেন এবং আদালত সিবিআই-এর ওপর। তাই একের পর এক মামলা আদালত সিবিআই-কে দিয়ে তদন্ত করাচ্ছে।
এদিনের সাংবাদিক সম্মেলনে অগ্নিমিত্রা পল বলেন, ভোটে জিতে তার প্রথম কাজ হবে ব্যস্ততম শহরে যানজট এড়াতে তিনটি উড়ালপুল, দামোদর নদীর উপর বাঁকুড়া-বার্নপুর-আসানসোল সংযোগকারী সেতু নির্মাণ, আসানসোলর লোকো স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের তৈরি করা, জমি হীন ব্যক্তিদের কেন্দ্র সরকারের অধীনে থাকা জমিতে এনওসি দিয়ে কেন্দ্রীয় সরকারের প্রকল্পে আবাসন তৈরি করে দেওয়া, ইসিএল-এর কাল্লা হাসপাতাল বা সেল আইএসপির হাসপাতলে মেডিকেল কলেজ তৈরি করা।