স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে ফোন ১০০-ডায়ালে

প্রথমে স্ত্রী-কে শ্বাসরোধ করে খুন করেন স্বামী। তারপর ১০০-তে ফোন করে নিজেই পুলিশকে জানালেন সবটা। পুলিশ সূত্রে খবর, বেহালার রাজা রামমোহন রায় রোডের সুকান্ত পল্লীর ঘটনা। মৃতার নাম কৃষ্ণা দাস। অভিযুক্ত স্বামী কার্তিক দাস। পেশায় মুরগী ব্যবসায়ী। দম্পতি সুকান্ত পল্লীতে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন।

কৃষ্ণা এবং কার্তিকের পাঁচ বছরের এক কন্যা ও বারো বছরের এক পুত্র সন্তান রয়েছে। এদিকে স্থানীয় সূত্রে খবর, স্বামী-স্ত্রীর মধ্যে নিত্যদিন ঝুটঝামেলা লেগেই থাকত।সঙ্গে এও জানা যাচ্ছে, মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সেই কারণেই স্বামী-স্ত্রীর মধ্যে নাকি রোজ-রোজ অশান্তি হচ্ছিল। তবে তার জেরে এত বড় কাণ্ড ঘটবে কেউ বুঝতে পারেনি।

এই কারণেই স্থানীয় বাসিন্দাদের অনুমান, মহিলার যে পরকীয়া সম্পর্ক রয়েছে তা জেনে যান কার্তিক। এরপরই বুধবার রাত্রিবেলা শ্বাসরোধ করে নিজের স্ত্রীকে খুন করেন ওই ব্যক্তি। তারপর ১০০ ডায়াল করে নিজেই পুলিশকে খবর দেন। পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে। বৃহস্পতিবার ঘটনার তদন্তে নামে কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগ।ঘটনা টিক কি তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার ঘটনাস্থলও পরিদর্শন করেন কলকাতা পুলিশের গোয়েন্দা দফতরের আধিকারিকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =