ব্যারাকপুর: লম্বায় সাড়ে চার ফুট। তাকে দেখলেই মেরুদণ্ড দিয়ে হিম শীতল স্রোত বয়ে যায়। ফোঁস শুনলে তো কথাই নেই। চন্দ্রবোড়া। বিষধর সাপ হিসেবে যার নাম সকলেই জানেন। সেই চন্দ্রবোড়াই উদ্ধার হল গৃহস্থ বাড়ির পরিত্যক্ত ঘর থেকে। ভাটপাড়ার ৭ নম্বর ওয়ার্ডের কাঁকিনাড়া কাঁটাডাঙা বটতলা এলাকায় বৃহস্পতিবার চন্দ্রবোড়া উদ্ধারের খবর উৎসাহী লোকজন ভিড় জমান। শ্যামনগরের স্নেক রেসকিউ টিম ‘গ্রুপ অফ হিউম্যান এন্ড ওয়াইল্ড কেয়ার’ নামক সংস্থার সদস্যরা সাপটিকে উদ্ধার করে। এলাকারই অমিত সাউ নামে এক ব্যক্তির পরিত্যক্ত ঘরে ঘাঁটি গেড়েছিল সাপটি। অমিত সাউ জানান, ‘একমাসের বেশি সময় ধরে সাপটি ঘোরাফেরা করছিল। ঘর থেকে বেরিয়ে সাপটি এদিক-ওদিক ঘুরে বেড়াত। রাতে শৌচালয়ে যেতে ভয় পেতাম।’ শ্যামনগরের স্নেক রেসকিউ টিমের তরফে প্রতাপ কুমার দাস বলেন, ‘সাপটিকে নির্জন এলাকায় ছেড়ে দেওয়া হবে। প্রকৃতির জিনিস প্রকৃতিতেই ফিরিয়ে দেওয়া হবে।’