২০২৪-এর দিল্লির পথ পরিষ্কার করল উত্তরপ্রদেশ, আজ থেকে শুরু অকাল হোলি: মোদি

উত্তরপ্রদেশই ২০২৪-এর রাস্তা তৈরি করে দিল। উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্যে বিজেপির (BJP) বিপুল জয়ের পর এই ভাষাতেই আগামী লোকসভা ভোটের প্রশস্ত পথ দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সন্ধ্যা ৭টার কিছু আগে বিজেপি সদর দপ্তরে আসেন মোদি। সঙ্গে ছিলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। দীনদয়াল উপাধ্যায় মার্গের বিজেপি দপ্তরে তখন ঘনঘন ‘মোদি-মোদি’ ধ্বনি। ভিড় ছিল উপচে পড়া। সেই ভিড়কে প্রণাম জানিয়ে মঞ্চ ওঠেন মোদি ও নড্ডা। আগে থেকেই সেখানে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা দুই প্রাক্তন বিজেপি সভাপতি অমিত শাহ, রাজনাথ সিং। ছিলেন দলের আরও এক প্রাক্তন সভাপতি নীতিন গড়কড়িও।

চার রাজ্য উত্তরপ্রদেশ (Uttar Pradesh), উত্তরাখণ্ড (Uttarakhand), গোয়া (Goa), মণিপুরে (Manipur) জয়জয়কার গেরুয়া শিবিরের। যার পর এদিন সন্ধ্যায় দিল্লিতে বিজেপির সদর দপ্তরে বক্তব্য রাখেন নরেন্দ্র মোদি। শুরুতেই উত্তরপ্রদেশ-সহ চার রাজ্যের ভোটারদের ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। বলেন, ‘আজ গণতন্ত্রের উৎসবের দিন। আজ থেকেই শুরু হোক আগাম হোলি।’

উত্তরপ্রদেশ-সহ চার রাজ্যে বিজেপির বিপুল জয়কে ‘স্ত্রী শক্তির জয়’ বলেন মোদি। তাঁর কথায়, ‘কোটি কোটি মা-বোনেরা আমাদের সুরক্ষাকবচ। তাঁদের সমর্থন আমাদের আশীর্বাদ। দেশের মহিলা মহল বিজেপিকেই ভরসা করে’। তিনি আরও বলেন, ‘যেখানে যেখানে বেশি সংখ্য মহিলা ভোট দিয়েছেন, সেখানেই বিজেপির জয় হয়েছে’। এর পরেই ২০২৪ লোকসভা ভোটের ডঙ্কা বাজিয়ে দেন নরেন্দ্র মোদি। বলেন, ২০২২ সালের উত্তরপ্রদেশ ২০২৪-এর রাস্তা দেখিয়ে দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 8 =