আদিবাসীদের বাদ ও তৃণমূলের লোকেদের কাজের অভিযোগ, প্রতিবাদে কারখানায় বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদন, কাঁকসা: তৃণমূলের সঙ্গে যুক্তদের কাজে যোগদান করানো হলেও এলাকার বেকার আদিবাসী যুবকদের না নেওয়ার অভিযোগ। প্রতিবাদে কারখানার গেটের সামনে পরিবারের সদস্যদের নিয়ে বিক্ষোভে বসলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। শুক্রবার সকাল থেকে কাঁকসার আকন্দরা এলাকার একটি বেসরকারি গ্যাস উত্তোলন সংস্থার গেটের সামনে ভারত জাকাত মাঝি পরগনার পক্ষ থেকে কারখানার গেট বন্ধ করে বিক্ষোভ দেখান তাঁরা।
তাঁদের অভিযোগ, তৃণমূলের সঙ্গে যুক্তদের কাজে যোগদান করানো হলেও এলাকার বেকার আদিবাসী যুবকদের কাজে নেওয়া হচ্ছে না। এই দাবিতে তাঁরা কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপশি মলানদিঘি থেকে দুর্গাপুর যাওয়ার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ। যতক্ষণ না তাঁদের দাবি মানা হবে, ততক্ষণ তাঁদের আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। যদিও কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি নব কুমার সামন্তর দাবি, বিষয়টি তিনি খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 3 =