মাথাভাঙ্গা : বিপুল পরিমাণে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করল সিআইডি-র বম্ব স্কোয়াড। রবিবার মাথাভাঙ্গা শহরের সুটুঙ্গা নদীর পাড়ে অবস্থিত শনি মন্দিরের কাছে সুকৌশলে নিষ্ক্রিয় করা হয় এই বিস্ফোরকগুলি।
মাথাভাঙ্গা থানা কর্তৃক বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হওয়া প্রায় ১২টি বোমা এদিন নিষ্ক্রিয় করে সিআইডি-র আলিপুরদুয়ার ইউনিট।
পুলিশ সূত্রে জানা গেছে, এলাকার নিরাপত্তার কথা মাথায় রেখে বোমা নিষ্ক্রিয় করার আগে থানার পক্ষ থেকে মাইকিং করে আশেপাশের এলাকা ফাঁকা করে দেওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিল দমকল বাহিনী ও স্বাস্থ্যকর্মীদের একটি দল। সবরকম সতর্কতা অবলম্বন করে নিষ্ক্রিয়করণ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।