কলকাতা : “মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তাঁর তুষ্টির রাজনীতির দ্বারা চালিত হয়ে পশ্চিমবঙ্গ অবৈধ অনুপ্রবেশকারীদের আশ্রয়স্থল হয়ে উঠেছে।” শনিবার এক্সবার্তায় এই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি-র রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।
তিনি লিখেছেন, “প্রতিবেশী নাগরিকরা নিজেদের আইডি সুরক্ষিত রেখে অনায়াসে ভারতে অনুপ্রবেশ করে। তাঁর (মুখ্যমন্ত্রী) সরকার সীমান্তে ফাঁড়ি প্রতিষ্ঠার কেন্দ্রীয় প্রচেষ্টাকে বাধা দেয়। প্রকাশ্যে সীমান্ত রক্ষী বাহিনীর সমালোচনা করে। মুখ্যমন্ত্রী কি এই অনুপ্রবেশকারীদের ঢাল করতে চান?
বাংলাদেশের দুর্দশা দেখার পরও কি তিনি সক্রিয় ভূমিকা নেবেন না? জাতি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এর ব্যাখ্যা চায়।”