পদপিষ্টের ঘটনায় পুরোপুরি দায়ী বিরাটের আরসিবি, জানাল ক্যাটের প্রাথমিক রিপোর্ট

৪ জুন এখনও ক্ষত হয়ে রয়েছে ভারতীয় সমর্থকদের মনে। প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবির ট্রফি প্যারেডে পদপিষ্ট হয়ে মারা গিয়েছে ১১ জন। আহতের সংখ্যা ৫০-এরও বেশি। তারই মতামত পেশ করল সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল বা ক্যাট। ওই ঘটনার জন্য দায়ী করা হয়েছে বিরাট কোহলির টিম আরসিবিকেই। ৪ জুনের ঘটনার পর সারা দেশে আলোড়ন পড়ে গিয়েছিল। বেঙ্গালুরু পুলিশের ঘাড়ে দায় চাপানো হয়েছিল। অন্তর্তদন্তও শুরু হয়। তিন জন আইপিএস অফিসার সাসপেন্ড হয়ে যান। তাঁদেরই একজন, বিকাশ কুমার বিকাশ দ্বারস্থ হয়েছিলেন ক্যাটের।

পুরো ব্যাপারটা খতিয়ে দেখে দুই সদস্যের একটি কমিটি তৈরি করে ক্যাট। যার দায়িত্বে ছিলেন বিচারপতি বিকে শ্রীবাস্তব ও একমাত্র সদস্য সন্তোষ মেহরা। তাঁদেরই দেওয়া রিপোর্ট অনুযায়ী ক্যাট জানাল, চিন্নাস্বামী স্টেডিয়ামে পদপিষ্টের ঘটনায় পুরোপুরি দায়ী আরসিবি। এও বলা হয়েছে, ট্রফি সেলিব্রেশন করার আগে আরসিবি পুলিশের কাছে অনুমতিও নেয়নি। ক্যাট দেখেছে, ওইদিন ৩ থেকে ৫ লাখ মানুষ হাজির হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামে। পুলিশের হাতে যথেষ্ট সময় ছিল না এত বড় ভিড় সামলানোর জন্য। তাতেই ঘটে যায় এত বড় কাণ্ড।

ক্যাট জানিয়েছে, প্রাথমিক ভাবে বোঝা গিয়েছে, ৩-৫ লাখ মানুষের জমায়েতের কারণে ঘটে যাওয়া ঘটনার জন্য পুরোপুরি দায়ী আরসিবিই। ১২ ঘণ্টারও কম সময়ে পুলিশ এত লোকের জমায়েত সামলানোর মতো ব্যবস্থা নিতে পারবে, তা আশা করাটা ঠিক নয়। এটা ভুলে গেলে চলবে না, পুলিশও মানুষ। তারা ভগবান বা জাদুকর নয়। তাদের হাতে আলাদিনের চিরাগ নেই, যা দিয়ে যে কোনও ইচ্ছে পূরণ করবে। এমন বড় জমায়েতের জন্য দরকার সুনির্দিষ্ট পরিকল্পনা ও ব্যবস্থাপনা। সেই পর্যাপ্ত সময় দেওয়া হয়নি পুলিশকে।

ক্যাটের এই মতামত প্রকাশের পর আরসিবি কাঠগড়ায়। তারা অবশ্য এ নিয়ে এখনই কোনও মন্তব্য করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 18 =