হাইকোর্টে ধাক্কা খেলেন সামি

কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলেন ক্রিকেটার মহম্মদ সামি। প্রাক্তন স্ত্রী হাসিন জাহান ও মেয়ের খোরপোশের জন্য ভারতীয় পেসারকে মাসে ৪ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়। একইসঙ্গে নিম্ন আদালতকে মূল আবেদনের দ্রুত নিষ্পত্তির জন্য নির্দেশ দিল হাইকোর্ট।

২০১৮ সালে মহম্মদ সামির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা-সহ একাধিক অভিযোগ তোলেন হাসিন জাহান। মাসে ১০ লক্ষ টাকা খোরপোশের দাবি জানিয়ে আদালতে মামলা করেন। তাঁর খরচের জন্য মাসে ৭ লক্ষ টাকা ও মেয়ের জন্য মাসে ৩ লক্ষ টাকা দাবি করেন হাসিন।

২০২৩ সালের জানুয়ারিতে আলিপুর আদালতের বিচারক অনিন্দিতা গঙ্গোপাধ্যায় হাসিনকে মাসে ৫০ হাজার টাকা খোরপোশ দেওয়ার জন্য সামিকে নির্দেশ দেন। শিশুকন্যার জন্য মাসে ৮০ হাজার টাকা করে দেওয়ার নির্দেশ দেন বিচারক। এই রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আবেদন জানান হাসিন।

এদিন বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায় নির্দেশ দেন, প্রাক্তন স্ত্রী ও মেয়ের জন্য সামিকে মাসে ৪ লক্ষ টাকা খোরপোশ দিতে হবে। এর মধ্যে প্রাক্তন স্ত্রী হাসিনের জন্য মাসে দেড় লক্ষ টাকা এবং মেয়ের জন্য মাসে আড়াই লক্ষ টাকা দিতে হবে। রায় দিতে গিয়ে বিচারপতি বলেন, আবেদনকারী ফের বিবাহ বন্ধনে আবদ্ধ হননি। তিনি মেয়েকে মানুষ করছেন। তাঁদের ভবিষ্যতে যাতে কোনও আর্থিক সমস্যায় না পড়তে হয়, সেইজন্য এই ৪ লক্ষ টাকা খোরপোশ দিতে হবে। রায় দিতে গিয়ে সামির বার্ষিক আয়ের কথাও উল্লেখ করে হাইকোর্ট। ২০২০-২১ অর্থবর্ষে মহম্মদ সামির আয় ছিল ৭ কোটি ১৯ লক্ষ ৫৪ হাজার ১০ টাকা। নিম্ন আদালতে মূল মামলার দ্রুত নিষ্পত্তির জন্যও এদিন নির্দেশ দেন বিচারপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − twelve =