‘রাম’ নিয়ে অশান্তি যাদবপুরে, ঝামেলা এড়াতে এগিয়ে এলেন অধ্যাপকরাই

কলকাতা: অযোধ্যার রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার লাইভ স্ট্রিমিং নিয়ে অশান্ত হয়ে উঠল  যাদবপুর বিশ্ববিদ্যালয়। জানা গিয়েছে, রামমন্দিরের উদ্বোধনের খানিকটা আগেই তপ্ত হয়ে ওঠে যাদবপুর ক্যাম্পাস।সূত্রের খবর, রামমন্দির উদ্বোধনের লাইভ স্ট্রিমিং করার জন্য প্রোজেক্টর-সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) সমর্থকেরা। তাঁরা ‘জয় শ্রীরাম’ স্লোগানও দেন। পাল্টা বাম সংগঠনের ছাত্রছাত্রীরা তাঁদের বাধা দেন বলে অভিযোগ।স্লোগান, পাল্টা স্লোগানে ক্যাম্পাসে তীব্র উত্তেজনা তৈরি হয়।বামেরা তাঁদের উপর হামলাও চালিয়েছে বলে এবিভিপির অভিযোগ। এদিকে অশান্তির খবর পেয়ে অধ্যাপকেদের অনেকে পৌঁছে যান ৩ নম্বর গেটের সামনে। পরিস্থিতি সামাল দিতে গেট বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অশান্তির হতে পারে এমন আশঙ্কায় আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে এ ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছিল। বলা হয়েছিল, অযোধ্যায় মন্দির উদ্বোধনের দিন যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে কোনও কর্মসূচির আয়োজন করা যাবে না। রবিবার বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানান, সোমবার বিভিন্ন বিভাগের সেমেস্টার-সহ গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে। পরীক্ষার্থীদের কথা ভেবেই ওই দিন কোনও অনুষ্ঠান বা কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি। পাশাপাশি ‘সৌহার্দ্যপূর্ণ’ পরিবেশ বজায় রাখতেও অনুরোধ করা হয়েছিল সেখানে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =