কলকাতা : নতুন করে টেকনিশিয়ান ফেডারেশনের সঙ্গে পরিচালকদের মতানৈক্য শুরু হয়েছে। ফলে মার খাচ্ছে টলিউডের শুটিং। ছবিপাড়ার খবর, মাস ছয় ধরে দু’পক্ষের মধ্যে সুসম্পর্কের ভিত্তিতে ফাটল ধরেছে। তার জেরেই অব্যাহত রয়েছে ভুল বোঝাবুঝি।
নতুন বছরে দু’জন পরিচালক যথাক্রমে নতুন ছবি আর সিরিজ পরিচালনা শুরু করতে চেয়েছিলেন। অভিযোগ, আচমকা ফেডারেশনের তরফ থেকে প্রযুক্তিগত সমস্যার কথা জানিয়ে শুটিং বন্ধ করে দেওয়া হয়। নতুন ধারাবাহিকের সেট তৈরির কাজ বিনা নোটিসে বন্ধ করে দিয়েছে আর্টস সেটিং গিল্ড। দুদিন ধরে পরিচালকের তরফ থেকে সমাধানসূত্র খোঁজা হলেও তার পথ বার হয়নি।
উল্লেখ্য, গত জুলাই থেকে পরিচালকদের সঙ্গে ফেডারেশনের দ্বন্দ্ব শুরু। ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের সেই সময়ের অভিযোগ, পরিচালক রাহুল মুখোপাধ্যায় সংগঠনকে না জানিয়ে বাংলাদেশে কাজ করেছিলেন, যা নিয়মবিরুদ্ধ। সেই সময় তাঁকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করা হয়। তখন এককাট্টা হয়ে প্রতিবাদ জানিয়েছিলেন সমস্ত পরিচালক।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে সাময়িক স্তিমিত হয়েছিল বিরোধ। স্বতঃপ্রবৃত্ত হয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সমাধান খুঁজতে বৈঠক করেছিলেন পরিচালক গৌতম ঘোষ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সাংসদ-অভিনেতা দেব। বিরোধ মেটাতে এঁদের তিন জনের একটি কমিটি গড়ে দেন মুখ্যমন্ত্রী। এই কমিটিতে মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেনও ছিলেন। কথা ছিল, কমিটি গড়ার তিন মাসের মধ্যে সমাধান খুঁজতে হবে। গিল্ড-এর পক্ষ থেকে রীতিমতো অভিযোগ জানানো হয়েছে, সে সব বিশ বাঁও জলে।
ফেডারেশন সভাপতি সেই সময় দাবি করেন, পরিচালকদের ৬০ শতাংশ নাকি এই ধরনের নিন্দনীয় আচরণ করে থাকেন! যদিও গত দুদিনে উদ্ভুত সমস্যার কারণ বা সমাধান নিয়ে তিনি এখনও কোনও মন্তব্য করেননি।