প্রয়াগরাজ : ভুটানের নরেশ রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক মঙ্গলবার প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় আসেন। তিনি ত্রিবেণী সঙ্গমে আরতি করেন এবং তারপর পূজার্চনা ও পবিত্র স্নানও করেন।
মহাকুম্ভ মেলায় সর্বদা তাঁর সঙ্গে ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যোগী আদিত্যনাথ নিজেও পুণ্যস্নান করেছেন।
ভুটান–নরেশ জিগমে খেশর নামগিয়াল ওয়াংচুক এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মঙ্গলবার গঙ্গা, যমুনা ও সরস্বতীর মিলনস্থল ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করেন। পরে তাঁরা ডিজিটাল মহাকুম্ভ এক্সপিরিয়েন্স সেন্টারে যান। প্রয়াগরাজের হনুমান মন্দিরেও তাঁরা পুজো দেন।