নিজস্ব প্রতিবেদন, আসানসোল: স্বশাসিত এজেন্সির অফিসারদের মারধর হচ্ছে যেখানে, সেখানে কি সংবিধান বিপদের মুখে পড়ে না? সন্দেশখালির ঘটনাকে সামনে টেনে ইন্ডিয়া জোটকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় পঞ্চায়েত রাজ প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল। শনিবার সালানপুরের ডাবর মোড়ে ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’র পথসভায় যোগ দেন তিনি।
রাজ্যে কি রাষ্ট্রপতি শাসনের পরিবেশ তৈরি হয়েছে? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, এই রাজ্যের রাজ্যপাল সব নজরে রেখেছেন। তিনি সুপারিশ করলে কেন্দ্র বিবেচনা করবেন। সংবিধানকে সম্মান করে বিজেপি। কিন্তু তদন্ত করতে আসা সরকারি আধিকারিকদের যেখানে মারা হয়, সেখানে কি সংবিধান বিপদের মুখে পড়ে না?
এই মঞ্চ থেকে অগ্নিমিত্রা পাল শেখ শাহজাহানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বীরভূমের বাঘ বলে পরিচিত অনুব্রত এবং তৃণমূল কংগ্রেসের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক সবাই আজ জেলবন্দি। এই শাহজাহানেরও ব্যবস্থা হবে বলে হুঁশিয়ারে দেন তিনি। অপরদিকে বিজেপি সূত্র থেকে দাবি করা হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রীর সামনে শতাধিক তৃণমূল কর্মী বারাবনি ও সালানপুর এলাকায় বিজেপিতে যোগদান করেছে।