অ্যাপ ক্যাবের পর এবার শাটল বাস চালাতে চলেছে উবের। দ্রুত কলকাতায় চালু হতে চলেছে এই পরিষেবা। এনিয়ে অ্যাপ ক্যাব সংস্থার সঙ্গে মউ স্বাক্ষরিত হয়েছে নবান্নের। ২০২৪ সালের মার্চ মাসের মধ্যে কলকাতার রাস্তায় নামবে এই বাস।
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে সবমিলিয়ে ১৮৮টি মউ স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে সম্মেলনের দ্বিতীয় দিনে উবেরের সঙ্গে মউ স্বাক্ষরিত হয়। তাতে জানানো হয়েছে, কলকাতায় বাস পরিষেবা চালু করবে উবের। নাম ‘উবের শাটল’। একসঙ্গে ৬০টি এসি বাস নামাবে উবের। অ্যাপের মাধ্যমে বুক করা যাবে বাস। থাকবে ৩০টি আসন। চালাবে স্থানীয় ফ্লিট পার্টনাররা। সকাল ৬টা থেকে রাত ১০ পর্যন্ত এই বাস চলাচল করবে। রাজ্যের তরফে জানানো হয়েছে, ২০২৫ সালের মধ্যে বাংলায় ১০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে উবের। যার ফলে রাজ্যে প্রায় ৫০ হাজার কর্মসংস্থান তৈরি হবে।
উল্লেখ্য, করোনা কালের আগে কলকাতার রাস্তায় ‘শাটল’ ট্যাক্সি চালাত উবের। কিন্তু কোভিড কালে তা বন্ধ হয়ে গিয়েছিল। এবার তা বাসের আকারে ফিরতে চলেছে।