গুরুদ্বারে নির্বিচারে গুলি! নিহত কনস্টেবল

গুরুদ্বারে এলোপাথাড়ি গুলি। পঞ্জাবের কপুরথলায় বৃহস্পতিবারের সকালের ওই ঘটনায় এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। আহত অন্তত পাঁচ জন। ঘটনার জেরে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।y কপুরথলা প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, গুরুদ্বারের দখল ঘিরে দু’গোষ্ঠীর বিবাদের জেরেই এই গুলিবর্ষণ।

নিহঙ্গ সম্প্রদায়ভুক্ত শিখ গোষ্ঠীর তরফে গুলি চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গুরুদ্বারের দখল ঘিরে বিবাদের জেরে আগেই সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছিল বলে কাপুরথলার পুলিশ সুপার (হেডকোয়ার্টার) তেজবীর সিং হুন্দাল সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন। তিনি বলেন, ‘পুলিশকর্মীরা গুরুদ্বারের সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। নিহঙ্গরা তাঁদের উপর গুলি চালায়।’

উল্লেখ্য, অতীতেও বহুবার নিহঙ্গদের সঙ্গে সংঘাত বেঁধেছে পুলিশের। ২০২০ সালে পাতিয়ালা সবজি বাজারে এক পঞ্জাব পুলিশের এএসআই হরজিৎ সিংয়ের হাত কেটে নেয় নিহঙ্গরা। বাকি পুলিশকর্মীরা তখন হামলাকারীদের থামাতে গেলে তাঁরাও আহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − ten =