আহমেদাবাদে দুৰ্ঘটনাগ্রস্ত বিমানে ক্রু-মেম্বার ছিলেন উত্তরপূ্র্বের দুই তরুণী

গুয়াহাটি : আহমেদাবাদে দুৰ্ঘটনাগ্রস্ত বিমানে ছিলেন উত্তরপূ্র্বের দুই তরুণী। তাঁদের একজন মণিপুরের কংব্রাইলতপাম এনগানথোই শর্মা এবং অপরজন মিজোরামের লামনুনথিয়েম সিংসন। তাঁরা উভয়ে ক্যাবিন ক্রু-মেম্বার হিসেবে কৰ্মরত ছিলেন অভিশপ্ত বিমানে।

এ পর্যন্ত প্রাপ্ত খবরে জানা গেছে, বিমান দুৰ্ঘটনায় ১৭০ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে।

ক্ৰু-মেম্বার সহ বিমানে ছিলেন ২৪২ জন। উত্তর-পূ্র্বাঞ্চলের দুই তরুণী যথাক্রমে মণিপুরের কংব্রাইলতপাম এনগানথোই শর্মা এবং মিজোরামের লামনুনথিয়েম সিংসন সম্পর্কে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 17 =