দক্ষিণ ২৪ পরগনা : বজবজে বোমা তৈরির বিপুল মশলা-সহ গ্রেফতার হয়েছেন নবীনচন্দ্র রায়। পুলিশ সুপার রাহুল গোস্বামী এ দিন সাংবাদিকদের জানান, বুধবার রাতে বজবজ থানা এলাকা থেকে প্রচুর পরিমাণে বোমা তৈরির মশলা উদ্ধার হয়।
৩টি মটরসাইকেলে সেই মশলাগুলি অন্য এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশের তল্লাশিতে বাইক-সহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়। এই পাঁচজনের মধ্যে একজন নবীনচন্দ্র রায়। এই ব্যক্তি আগেও উত্তেজনা ছড়িয়েছেন বলে দাবি পুলিশের।
ধৃতদের থেকে সোডিয়াম পাউডার, ১০কেজির বেশি অ্যালুমিনিয়াম গুঁড়ো, ফসফরাস গুঁড়ো, রেড সালফার ও আয়রন ডাস্ট বাজেয়াপ্ত করা হয়েছে।