সামাজিক মাধ্যমে ভারতবিরোধী পোস্ট, মেঘালয়ে গ্রেফতার দুই পাক-প্রেমী

শিলং : সামাজিক মাধ্যমে ভারতবিরোধী পোস্ট করার দায়ে মেঘালয় পুলিশ গ্রেফতার করেছে দুই পাক-প্রেমীকে। ধৃত দুই পাক-প্ৰেমী উত্তর গারোপাহাড় জেলার বাসিন্দা।

আজ শিলঙে রাজ্য পুলিশের সদর দফতরের জনৈক ঊর্ধ্বতন আধিকারিক এ খবর জানিয়েছেন। তিনি জানান, গত ১৫ মে জেলা প্রশাসনের দায়েরকৃত এফআইআরের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে গতকাল শনিবার বিকালে উত্তর গারোপাহাড় জেলার অন্তৰ্গত বাজেংডোবা থানাধীন দুই গ্রামে হানা দিয়ে পুলিশ দুজনকে তুলে আনে। তারা ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছে, যেখানে তাদের গারো ভাষায় চিৎকার করে ভারতের বিরুদ্ধে স্লোগান দিয়ে পাকিস্তানকে সমর্থন করতে দেখা গেছে। তবে গ্রেফতারকৃত দুজনের নাম জানাননি পুলিশের উর্ধ্বতন আধিকারিক।

তিনি জানান, এর আগে পহেলগামে সন্ত্রাসী হামলার এক সপ্তাহ পর পূর্ব খাসিপাহাড় জেলায় একজনকে তার ফেসবুক পেজে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 12 =