আন্তঃজেলা বাইক পাচার চক্রের দুই পাণ্ডা গ্রেপ্তার, উদ্ধার নটি বাইক

বীরভূম : আন্তঃজেলা বাইক পাচার চক্রের দুই পাণ্ডাকে গ্রেপ্তার করল লাভপুর থানার পুলিশ। তাদের কাছ থেকে ৯ টি বাইক উদ্ধার করা হয়েছে। ধৃতদের জেরা করে আরও বাইক উদ্ধারে চলছে তল্লাশি৷পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরে লাভপুরের বিভিন্ন গ্রামে তল্লাশি চালায় লাভপুর থানার পুলিশ। গ্রেফতারের পর পুলিশ জানতে পারে বাইক গুলি বীরভূম সহ অন্যান্য জেলা থেকে চুরি করা হয়েছে৷

ধৃত দুজনকে এদিন বোলপুর মহকুমা আদালতে তোলা হয়৷ তাদের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। রাজ্যের বিভিন্ন জেলা জুড়ে বাইক চুরি করে পাচার করা হয়৷ সেই চক্রের সঙ্গে যুক্ত ধৃত দুজন। বীরভূম পুলিশের অনুমান ধৃতদের জেরা করে এই চক্রের মূল পাণ্ডাকে গ্রেপ্তার করা যাবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − six =