শিল্পাঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত দুষ্কৃতীরা

ব্যারাকপুর : শিল্পাঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত একাধিক দুষ্কৃতী। বৃহস্পতিবার ভোর রাতে আগ্নেয়াস্ত্র-সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল বীজপুর থানার পুলিশ। ধৃতের নাম অভীক মন্ডল। ধৃতের বাড়ি কল্যাণীর সাঁতরা পাড়ায়। বুধবার রাতে ব্যারাকপুর সদর বাজার এলাকা থেকে আগ্নেয়াস্ত্র-সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে ব্যারাকপুর থানার পুলিশ।

ধৃতদের নাম রোহিত বাল্মীকি ও অভিষেক বাল্মীকি। ওইদিন রাতে সোদপুর এইচ বি টাউন সি ব্লক থেকে সোমনাথ শীল নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে ঘোলা থানার পুলিশ। ধৃতের কাছ থেকে পুলিশ একটি আগ্নেয়াস্ত্র-সহ এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে। বুধবার রাতে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ-সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে ভাটপাড়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 17 =