তৃণমূল ‘অত্যাচারে’ গ্রামছাড়া পরিবার, ইদে বাড়ি ফিরতেই পিটিয়ে খুনের অভিযোগ

মুর্শিদাবাদ : ফের উত্তপ্ত হল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের গিরিয়া। পাতলাটোলা গ্রামে সোমবার রাতে খুন হলেন মহম্মদ বাবলু শেখ (৫২) নামে এক ব্যক্তি। গিরিয়া বরাবরই তৃণমূলের দখলে। গত লোকসভা নির্বাচনে জোট প্রার্থী সেখানে শ’খানেক ভোট পান। কে কে ভোট দিয়েছে সেই সন্দেহ গিয়ে পড়ে বাবলুদের উপর। দীর্ঘ দিন গ্রামছাড়া হয়ে থাকতে হয় তাঁদের।

স্থানীয় বাসিন্দারা বলন, চব্বিশের লোকসভা নির্বাচনে এলাকায় একশোটি ভোট কংগ্রেসের দিকে পড়েছিল। তখন থেকেই পাতলাটোলা এলাকার বেশ কয়েকটি পরিবার তৃণমূলের অত্যাচারে গ্রাম ছাড়া। সম্প্রতি ইদে বাড়ি ফিরে এসেছে পরিবারগুলি। তেমনই একটি পরিবারের সদস্য বাবলু শেখ সোমবার চা দোকানে বসেছিলেন।

অভিযোগ, সেইসময় আচমকা তাঁর উপর হামলা চালানো হয়। রড দিয়ে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 4 =