“নির্ধারিত সময় শেষ”, ট্রাম্প প্রশাসন থেকে অব্যাহতি নিয়ে মন্তব্য মাস্কের

ওয়াশিংটন : ডোনাল্ড ট্রাম্প প্রশাসন থেকে অব্যাহতি নিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ডোনাল্ড ট্রাম্পের বিশেষ আস্থাভাজন হিসেবেই পরিচিত ছিলেন তিনি। আমেরিকার সেই ধনকুবের ইলন মাস্ক বুধবার ট্রাম্প প্রশাসন থেকে বিদায় নিয়েছেন।

স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও সিইও এলন মাস্ক ‘এক্স’-এ পোস্ট করেছেন, “একজন বিশেষ সরকারি কর্মচারী হিসেবে আমার নির্ধারিত সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে, অপচয় কমানোর সুযোগের জন্য আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানাতে চাই। সময়ের সঙ্গে সঙ্গে ডিওজিই মিশন আরও শক্তিশালী হবে, কারণ এটি সরকারের জীবনের একটি অংশ হয়ে উঠবে।”

ট্রাম্প প্রশাসন থেকে মাস্কের বেরিয়ে আসার খবর নিশ্চিত করেছে হোয়াইট হাউসও। কিন্তু মাস্কের এই সিদ্ধান্তে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। ট্রাম্পের সঙ্গে প্রশাসনিক নানা বিষয়ে মতান্তরের জেরেই মাস্কের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। মাস্কের ঘনিষ্ট মহলের একাংশের দাবি, এ বার পুরোপুরি নিজের ব্যবসাতেই মনোনিবেশ করতে চাইছেন টেসলা এবং এক্স-এর কর্ণধার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 6 =