মুখ্যমন্ত্রীর সভার আগে আঁটোসাঁটো নিরাপত্তা, শেষ মুহূর্তের প্রস্তুতি সাঁতরাগাছিতে

সাঁতরাগাছিতে মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রশাসনিক প্রস্তুতি ও ব্যস্ততা তুঙ্গে। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস করতে হাওড়ায় আসছেন। ওইদিন তিনি সাঁতরাগাছি বাস স্ট্যান্ড থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জন্য একাধিক সরকারি বাস উদ্বোধনের পাশাপাশি বিভিন্ন ধরনের সরকারি পরিষেবার উদ্বোধন করবেন। তাই মঙ্গলবার সাঁতরাগাছি বাসস্ট্যান্ডে সভা মঞ্চ এবং শেড তৈরির কাজ পুরোদমে চলছে। মুখ্যমন্ত্রীর সভার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে পুলিশের পদস্থ কর্তারা ঘটনাস্থলে এসেছেন। এছাড়াও স্নিফার ডগ দিয়ে তন্ন তন্ন করে মঞ্চ এবং তার আশপাশ এলাকায় তল্লাশি চলছে। জেলা প্রশাসন সূত্রে খবর মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন পরিষেবা ঘোষণার পাশাপাশি হাওড়ার জন্যও মুখ্যমন্ত্রী নানা প্রকল্প ঘোষণা করতে পারেন। যদিও কলকাতার পরিবর্তে সাঁতরাগাছিতে বাসস্ট্যান্ড সরিয়ে আনার বিষয়টি মুখ্যমন্ত্রীর সভার পর থেকে স্পষ্ট হতে পারে বলেই সূত্রের খবর। এছাড়াও ওই বাস স্ট্যান্ড তৈরি হওয়ার পর থেকে কিছু সরকারি ও বেসরকারি বাস স্ট্যান্ড থেকে ছাড়লেও, সম্পূর্ণভাবে ওই স্ট্যান্ড ব্যবহার করার যে সরকারি পরিকল্পনা রয়েছে তা হয়তো বুধবারের সভার পর থেকে বাস্তবায়িত হতে পারে বলেই মনে করছেন প্রশাসনিক কর্তারা।

উল্লেখ্য এর আগে সাঁতরাগাছি আন্ডার পাস-সহ স্টেশনে যাওয়ার রাস্তাও উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও পুরনো সাঁতরাগাছি সেতুর পাশেই রেলের জমিতে নতুন ফ্লাইওভার তৈরির পরিকল্পনার বিষয়টি আবার উত্থাপিত হতে পারে এই সভা থেকেই বলে প্রশাসন সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − eight =