প্রেমে প্রত্যাখ্যাত হয়ে যুবতীর ওপর হামলায় ঘটনায় ধৃত যুবক

নিজস্ব প্রতিবেদন, ব্যারাকপুর : প্রেমে প্রত্যাখ্যাত হয়ে যুবতীর ওপর হামলার অভিযোগ উঠল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। রবিবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে নোয়াপাড়া থানার ইছাপুর প্রান্তিক এলাকায়। ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী যুবক মৃণ্ময় দাস ওরফে পাপাইকে পুলিশ গ্রেপ্তার করেছে। আক্রান্ত যুবতীর মা জানান, গত ছয় বছর ধরে মেয়েকে বিরক্ত করছিল পাপাই নামে স্থানীয় এক যুবক। রাস্তাঘাটে মেয়েকে বারবার ওই যুবক প্রেমের প্রস্তাব দিত। কিন্তু মেয়ে একাধিকবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। আক্রান্ত যুবতীর মা জানান, রবিবার সন্ধেয় মেয়ে নাচের ক্লাসে যাচ্ছিল। সেই সময় রাস্তায় মেয়ের পথ আটকায় ওই যুবক। ফের মেয়েকে ওই যুবক প্রেমের প্রস্তাব দেয়। মেয়ে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। যুবতীর মায়ের অভিযোগ, পকেট থেকে ছুরি বের করে মেয়ের গলায় আঘাত করে । স্থানীয়দের দাবি, মেয়েটির প্রতিবেশী এক যুবক ঘটনার সময় রাস্তা দিয়ে যাওয়ায় সময় বিষয়টি দেখে ফেলেন এবং হামলাকারীকে আটকানোর চেষ্টা করেন। তাতে প্রতিবেশী যুবকের হাতেও ছুরির আঘাত লাগে। তবে চিৎকার চেঁচামেচি শুনে আশপাশের লোকজন ছুটে এসে ওই যুবককে পাকড়াও করে রাখে। ঘটনাস্থলে নোয়াপাড়া থানার পুলিশ পৌঁছলে অভিযুক্ত যুবককে তারা পুলিশের হাতে তুলে দেন। আক্রান্ত যুবতীকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর অবশ্য যুবতীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে আক্রান্ত যুবতীর পরিবারের পক্ষ থেকে নোয়াপাড়া থানায় অভিযোগও দায়ের করা হয়। ঘটনায় ধৃত যুবক মৃণ্ময় দাস জানায়, অনেকদিন ধরে মেয়েটির সঙ্গে নাকি ওর ভালোবাসার সম্পর্ক ছিল। সম্প্রতি মেয়েটিকে অন্য ছেলের সঙ্গে দেখে সে মাথা ঠিক রাখতে পারেনি। তাই রাগের বশে মেয়েটির গলায় ছুরি দিয়ে সে আঘাত করেছে। ধৃতের দাবি, ছুরি দিয়ে আঘাত করাটা তাঁর ভুল কাজ হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − twenty =