দলবদলের মরসুমে কাকে নেবে ইস্টবেঙ্গল, সেদিকেই তাকিয়ে লাল-হলুদ সমর্থকরা। কোচ অস্কার ব্রুজোর দেওয়া তালিকা অনুযায়ী চলছে দলগঠনের প্রক্রিয়া। হেড অব ফুটবল থাংবই সিংটোও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ইস্টবেঙ্গলের দলগঠনে। শেষ কয়েক বছর ধরে আইএসএলে টানা ব্যর্থতা চলছে লাল-হলুদের। গত বছর সাফল্যের ধারে কাছে দেখা যায়নি ডায়ামান্টাকোসদের। মেসি বাউলি, রিচার্ড সেলিস, হেক্টর ইউস্তেদের ছেড়ে দিয়েছে ম্যানেজমেন্ট। সাউল ক্রেসপোর সঙ্গেও চলছে কথাবার্তা। স্প্যানিশ মিডিওকে রাখতে চাইছে না ম্যানেজমেন্ট। এদিকে চোটগ্রস্থ হিজাজি মাহের আর মাদিহ তালালকে নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তালালকে রেখে দেবে, তা একপ্রকার নিশ্চিত। হিজাজিকে নিয়ে রয়েছে ভিন্ন মত। দিমিত্রিয়স ডায়ামান্টাকোসকে নিয়ে ধীরে চলো নীতি নিচ্ছে।
নতুন মরসুমের জন্য এখনও পর্যন্ত মিগুয়েল ফিগুয়েরা আর মহম্মদ রাশিদকে এখনও পর্যন্ত চূড়ান্ত করেছে ইস্টবেঙ্গল। আক্রমণভাগে আরও এক ফুটবলারকে নেওয়ার চেষ্টায় ইস্টবেঙ্গল। বেশ কয়েকজনের বায়োডাটা এসেও পৌঁছেছে। আক্রমণভাগের ফুটবলারের পাশাপাশি একজন বিদেশি ডিফেন্ডারের খোঁজেও রয়েছে ইস্টবেঙ্গল। কোচ অস্কার ব্রুজোর নজরেও রয়েছেন বেশ কয়েকজন। সূত্রের খবর, ইতালির আলেসান্দ্রো কপোলা, নেদারল্যান্ডসের অ্যালেক্স শাল্কের বায়োডাটা এসেছে। আরও বেশ কয়েকজন বিদেশির সঙ্গে কথা চালাচ্ছে ম্যানেজমেন্ট।
দেশিয় ফুটবলারের মধ্যে বিপিন সিং, এডমুন্ড লালরিন্ডিকা, মার্তান্ড রায়না, রেমসাঙ্গাদের প্রায় পাকা করে ফেলেছে ইস্টবেঙ্গল। রাহুল ভেকে, অভিষেক সিংদের নেওয়ার লড়াইয়েও ভীষণ ভাবে রয়েছে ইস্টবেঙ্গল। সূত্রের খবর, মেহতাব সিং চ্যাপ্টার অনেক কঠিন হলেও আশা ছাড়ছে না ম্যানেজমেন্ট। তবে এক্ষেত্রে বিশাল অঙ্কের ট্রান্সফার ফি- ভাবাচ্ছে লাল-হলুদকে। আগামী কয়েকদিনে ছবিটা আরও পরিষ্কার হতে পারে। শক্তিশালী দল গড়ে এই মরসুমে সাফল্য পেতে মরিয়া অস্কার ব্রুজো, থাংবই সিংটোদের ইস্টবেঙ্গল।