টিকিট নিয়ে ঝামেলা তুঙ্গে, ডার্বি ‘বয়কট’ মোহনবাগানের

টিকিট নিয়ে ঝামেলা তুঙ্গে, ডার্বি ‘বয়কট’ মোহনবাগানের
ডার্বির টিকিট নিয়ে ঝামেলা চরমে। টিকিটের দামের তারতম্যের জন্য টিকিট বয়কট করল মোহনবাগান। লিখিত ভাবে মেইল করে বয়কটের কথা জানানো হয় ক্লাবের পক্ষ থেকে। বলা হয়, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলা ফুটবলকে কলঙ্কিত করছে ইস্টবেঙ্গল। দাবি করা হয়, বিশ্বের কোনও জায়গায় অ্যাওয়ে দলের ফ্যানদের দ্বিগুণ টাকা দিয়ে টিকিট কাটতে হয় না। কলকাতা ডার্বির ক্ষেত্রে এই ঘটনা লজ্জাজনক। ইস্টবেঙ্গলের এই সিদ্ধান্ত মোহনবাগানের সদস্য, সমর্থকদের সেন্টিমেন্টে আঘাত করেছে। টিকিটের মূল্যের তারতম্যকে ধিক্কার জানিয়ে টিকিট বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান। ডার্বি ম্যাচের টিকিট কিনবে না এবং বিক্রিও করবে না মোহনবাগান। রবিবার বাগান কর্তারা ডার্বিতে উপস্থিতও থাকবে না। বড় ম্যাচ পুরোপুরি বয়কট করার সিদ্ধান্ত বাগান কর্তাদের। এক বিবৃতিতে দেবাশিস দত্ত বলেন, ফুটবলের মতো জনপ্রিয় খেলাকে অসম্মান করেছে ইস্টবেঙ্গল ক্লাব। নজিরবিহীনভাবে এবার অ্যাওয়ে দলের সমর্থকদের দ্বিগুণ টাকা দিয়ে টিকিট কাটতে হবে। ইস্টবেঙ্গলের এই আচরণ গ্রহণ করা যায় না। এই ঘটনা আমাদের সদস্য, সমর্থকদের আবেগে আঘাত করেছে। তাই আমরা ডার্বির কোনও টিকিট কিনবও না, বিক্রিও করব না। আমরা ডার্বি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + eight =