ব্যারাকপুর : চলতি বছরের ১২ মার্চ ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনিতা সিংয়ের পুত্র নমিত সিংয়ের ঘর থেকে দুটি আগ্নেয়াস্ত্র-সহ প্রচুর তাজা বোমা উদ্ধার করেছিল জগদ্দল থানার পুলিশ। বোমা উদ্ধারের স্থল ছিল ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির অদূরে। সাংসদ পুত্র পবন কুমার সিংয়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করছে এন আই এ।
শনিবার বেলায় জগদ্দলের মেঘনা মোড় এলাকায় নমিত সিংয়ের খোঁজে আসেন কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা। তারা নমিতের প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন। এমনকি প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন কিছু নোটও করেন। এদিন নমিতের বসতি এলাকায় এক ঘন্টা কাটানোর পর এন আই এ-র দুজন আধিকারিক জগদ্দল ছেড়ে চলে যান। যদিও তদন্তকারীরা এদিন নমিতের নাগাল পায়নি। সূত্র বলছে, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধারের ঘটনার পর থেকেই অন্যত্র গা ঢাকা দিয়ে আছেন তৃণমূল কাউন্সিলরের পুত্র নমিত সিং।