লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাওয়ার পরও কেন্দ্রীয় এজেন্সির হানা অব্যাহত। বুধবার সকালেও মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাস ও তাঁর স্ত্রী জুঁই বিশ্বাসের নিউ আলিপুরের ফ্ল্যাটে হানা দেয় আয়কর দফতরের আধিকারিকদের একটি দল৷
স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাট ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী৷ আয়কর দফতর সূত্রে খবর, এ দিন দুটি রিয়েল এস্টেট সংস্থার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগের তদন্তে কলকাতার পাঁচটি জায়গায় সকাল থেকে তল্লাশি শুরু হয়৷ নিউ আলিপুরে স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাট ছাড়াও বেহালার কয়েকটি জায়গায় তল্লাশি চলে৷
আয়কর দফতর সূত্রে খবর, এদিন ভোরে সাড়ে পাঁচটা নাগাদ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে আয়কর দফতরের আধিকারিকরা স্বরূপ বিশ্বাসের বাড়িতে যান। কেবলমাত্র স্বরূপ বিশ্বাসের বাড়িতে নয় এরই পাশাপাশি কলকাতার আরও ২ প্রমোটারের বাড়িতেও আয়কর দফতরের আধিকারিকরা হানা দেন। শুরু হয় তল্লাশিও। তবে স্বরূপ বিশ্বাসের সঙ্গে এই আয়কর তল্লাশির কী যোগ তা অবশ্য এখনও জানা যায়নি৷ সূত্রের খবর, স্বরূপ বিশ্বাসের আয়কর লেনদেন সংক্রান্ত বিভিন্ন তথ্য খতিয়ে দেখছেন আয়কর কর্তারা৷ সূত্রে খবর মিলছে, ট্যাক্স সঠিকভাবে না দেওয়ার অভিযোগ রয়েছে এঁদের বিরুদ্ধে।
এদিকে আয়কর দফতরের এই হানার খবর পেয়ে মন্ত্রীর ভাইয়ের বাড়ির সামনে ভিড় জমান তৃণমূল কর্মী সমর্থকরা। বাড়ির ভিতরে স্বরূপ বিশ্বাস ও তাঁর স্ত্রী জুঁই বিশ্বাসের সঙ্গে কথা বলছেন আধিকারিকরা। তাঁদের আয়কর রিটার্নে বেশ কিছু রয়েছে বলে প্রাথমিকভাবে আয়কর দফতর সূত্রে জানা যাচ্ছে। আর সে কারণেই এই তল্লাশি। স্বরূপ এলাকায় দাপুটে তৃণমূল নেতা। যাতে কোনওভাবে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য এলাকা ঘিরে ফেলেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
এদিনের আয়কর হানা প্রসঙ্গে তৃণমূল নেতা অরূপ বিশ্বাস জানান, ‘আসলে এটাই পরিষ্কার করে দিচ্ছে, বিজেপি ম্যাচ হেরে গিয়েছে। আসলে বিজেপি যখন হেরে যায়, তখন দাঁত-নখ বার করে। এদিকে মঙ্গলবারই দেখা গিয়েছে, লোকপাল মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। এই বিষয়গুলো অত্যন্ত স্বচ্ছভাবে সবটা বলে দিচ্ছে। বিজেপি আসলে ল্যাজে-গোবরে হচ্ছে।’
প্রসঙ্গত, কয়েকদিন আগেই অ্যালকেমিস্ট মামলার তদন্তে অরূপ বিশ্বাসকে দিল্লিতে তলব করেছিল ইডি৷ যদিও তৃণমূল নেতা এখনও হাজিরা দেননি বলেই খবর৷