বৃদ্ধা মায়ের উপর অমানবিক অত্যাচারের অভিযোগ ছেলে-বউমার বিরুদ্ধে,পুলিশে অভিযোগ জানালেন মেয়ে

বৃদ্ধা মায়ের উপর অমানবিক অত্যাচারের অভিযোগ ছেলে-বউমার বিরুদ্ধে,পুলিশে অভিযোগ জানালেন মেয়ে।৬৫ বছরের বৃদ্ধা অসুস্থ মা ঘরে রয়েছে মাকে খেতে দেয় না ছেলে। এমনকী মায়ের অসুস্থতার খবর নেয় না ছেলে। অসুস্থ হয়ে শুয়ে থাকতে থাকতে গায়ে হয়েছে ঘা, তবুও হুঁশ নেই ছেলের। ছেলে পাশের একতলা বাড়িতে সুখে দিন যাপন করছে নিজের ছেলে মেয়েকে নিয়ে কিন্তু পাশের ঘরে মা অবহেলায় একা একা পড়ে রয়েছে। এমনি মায়ের উপর অত্যাচার করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। দাদা বউদির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন বৃদ্ধার মেয়ে স্বপ্না দেবনাথ। ঘটনাটি ঘটেছে, বনগাঁ থানার কুড়ির মাঠ এলাকায়।স্বপ্না দেবীর অভিযোগ সম্পত্তির ভাগ না দেওয়ায় বৃদ্ধা মাকে খেতে পরতে দিত না ছেলে রাম চন্দ্র নাথ। অসুস্থ হলেও তার চিকিৎসার ব্যবস্থা করত না। অসুস্থ মায়ের ঘরে আলোর ব্যবস্থাও করেনি ছেলে। অভিযুক্ত ছেলের নাম রাম চন্দ্র নাথ। পেশায় গাড়ি চালক। বৃদ্ধার নাম পূর্ণিমা নাথ। বৃদ্ধার দুই মেয়ে বিবাহিতা। দিন কয়েক আগে বৃদ্ধা পূর্ণিমা নাথ গুরুতর অসুস্থ হয়ে পড়ে থাকলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − seven =