নিজস্ব প্রতিবেদন, বর্ধমান: ফাগুন লেগেছে বনে বনে…।
আসছে রঙের উৎসব। রঙিন হওয়ার পালা। সেই রঙের উৎসবের মরশুমে সকলে রাঙিয়ে তুলতে রঙ বা আবিরের চাহিদা তুঙ্গে। আবির মেখে উৎসবে সামিল হন নানা বয়সিরা। আর এই উৎসবের মরশুমে বাজারে এসেছে নানা ধরনের আবির। বসন্ত উৎসবের প্রাক্কালে এবার ভেষজ আবির বাজারে আনছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। বর্ধমানের বংপুর চাষিমানা এলাকায় প্রচুর ফুলের চাষ হয়। বহু মানুষ এখানে ফুল ব্যবসার সঙ্গে যুক্ত। সেই উৎপাদিত নানা ফুলকেই প্রক্রিয়াকরণের মাধ্যমে আবিরে পরিণত করছেন স্থানীয় মহিলারা। তাঁদের তৈরি আবির বাজারজাত করবে স্বেচ্ছাসেবী সংস্থা। লভ্যাংশ দেওয়া হবে প্রস্তুতকারীদের হাতে। জোরকদমে চলছে কাজ। জবা, গাঁদা, নীলকণ্ঠ ফুল যেমন রয়েছে, রয়েছে বিট গাজরও। রয়েছে পালং শাক। নির্দিষ্ট প্রক্রিয়া মেনে তৈরি হচ্ছে ভেষজ আবির।