সেরার সেরা কলকাতা বিশ্ববিদ্যালয়

ফের সেরার পালক কলকাতা বিশ্ববিদ্যালয়ের মুকুটে। টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং ২০২২-এ দেশের মধ্যে প্রথম স্থান দখল করল কলকাতা বিশ্ববিদ্যালয় (University of Calcutta)। সেন্ট্রাল এবং স্টেট ইউনিভার্সিটির মধ্যে এক নম্বরে রয়েছে কলকাতা। এই খবরে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন তিনি।
তাঁর টুইট বার্তা, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি দেশের সমস্ত কেন্দ্র ও রাজ্য স্তরের ইউনিভার্সিটি ও ইনস্টিটিউটের মধ্যে কলকাতা ইউনিভার্সিটি প্রথম র‍্যাঙ্ক করেছে টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে (২০২২)।

এরপর আরও একটি টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, ‘ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ’ সাব ক্যাটেগরিতে সারা বিশ্বের মধ্যে কলকাতা ইউনিভার্সিটি রয়েছে ১৪ নম্বরে। সিইউ কর্তৃপক্ষ, অধ্যাপক, গবেষক এবং ছাত্রছাত্রীদের আমার শুভেচ্ছা জানাচ্ছি।

কিউএস এশিয়া বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়েও রাজ্য পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম স্থান অর্জন করেছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। টাইমস র‍্যাঙ্কিয়েও এবার নতুন পালক জুড়ল সিইউয়ের মুকুটে। এই খবরে রাজ্যের শিক্ষামহলেও খুশির হাওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =