নয়াদিল্লি : তেলেঙ্গানার স্থাপনা দিবসে রাজ্যের জনগণকে হার্দিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শুভেচ্ছা-বার্তায় প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, দেশের অগ্রগতিতে অসংখ্য অবদান রাখার জন্য পরিচিত তেলেঙ্গানা। সোমবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “তেলেঙ্গানার প্রতিষ্ঠা দিবসে রাজ্যের চমৎকার জনগণকে শুভেচ্ছা। দেশের অগ্রগতিতে অসংখ্য অবদান রাখার জন্য রাজ্যটি পরিচিত।
গত দশক ধরে, এনডিএ সরকার রাজ্যের জনগণের জন্য ‘জীবনযাত্রার সহজতা’ বৃদ্ধির জন্য অনেক পদক্ষেপ নিয়েছে। রাজ্যের জনগণ সাফল্য এবং সমৃদ্ধিতে আশীর্বাদিত হোক।”