কলকাতা : ফের বাবা হলেন তেজস্বী যাদব, একইসঙ্গে আবারও দাদু হলেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। সোমবার কলকাতার একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন লালুর ছোট ছেলে তেজস্বী যাদবের স্ত্রী রাজশ্রী।
মঙ্গলবার সকালে সমাজমাধ্যমে একটি পোস্ট করে নিজেই সুখবর জানিয়েছেন তেজস্বী।
তিনি লেখেন, “সুপ্রভাত! অবশেষে অপেক্ষার অবসান! আমাদের ছোট্ট শিশুসন্তানের আসার খবর জানাতে পেরে আমি ধন্য।” বতেজস্বীর সঙ্গে রাজশ্রীর বিয়ে হয় ২০২১ সালের ডিসেম্বর মাসে। ২০২৩ সালের মার্চে কন্যাসন্তানের পিতা হন তেজস্বী। সোমবার তেজস্বী-পত্নীর কোলে এল পুত্রসন্তান।