পলামু : ঝাড়খণ্ডের পলামু জেলায় এবকাউন্টারে নিহত হয়েছে কুখ্যাত এক মাওবাদী কমান্ডার। নিহতের নাম – তুলসি ভূঁইয়া। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে একটি এসএলআর রাইফেল। পলামু পুলিশ ও সিআরপিএফ-এর যৌথ অভিযানে এই সাফল্য মিলেছে।
মঙ্গলবার সকালে পলামু পুলিশ জানিয়েছে, সোমবার গভীর রাতে পলামু জেলার হুসেনাবাদ থানা এলাকায় নিরাপত্তা বাহিনী এবং নকশালদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। নকশাল নেতা নিতেশ যাদবের দলের সঙ্গে এই গুলি বিনিময় হয়, নিতেশের মাথার দাম ১৫ লক্ষ টাকা।
গুলি বিনিময়ে নকশাল কমান্ডার তুলসী ভূঁইয়া নিহত হয়। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল থেকে একটি এসএলআর রাইফেল উদ্ধার করেছে। পলামু পুলিশ এবং সিআরপিএফ-এর যৌথ প্রচেষ্টায় এই অভিযান চালানো হয়।