কলকাতা : পণ্যবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক আট বছরের কিশোরের। ওই ঘটনায় আহত হয়েছেন মৃত কিশোরের দাদাও। ঘটনার পর থেকে ট্রাকচালক পলাতক।
জানা গেছে, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে দক্ষিণ বন্দর থানা এলাকার দই ঘাটের কাছে। ওই দিন দাদার মোটরবাইকে চেপে ওই কিশোর হেস্টিংসয়ের দিকে যাচ্ছিল। অভিযোগ একটি পণ্যবাহী ট্রাককে ‘ওভারটেক’ করার সময় মোটরবাইকের সঙ্গে ধাক্কা লাগে।
তাতেই রাস্তায় ছিটকে পড়ে মোটরবাইক আরোহী দুই ভাই। পুলিশ জানায়, সে সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যায় ছোট ভাই। দুই ভাইকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ছোট ভাইকে মৃত বলে ঘোষণা করেন।