আহমেদাবাদ : ”আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় আমরা সকলেই শোকাহত। এত আকস্মিক এবং হৃদয়বিদারকভাবে এত প্রাণহানির ঘটনা ভাষায় প্রকাশের বাইরে।” ঘটনাস্থল ঘুরে এক্সবার্তায় শুক্রবার এই মন্তব্য করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি লিখেছেন, “ সকল শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমরা তাঁদের যন্ত্রণা বুঝতে পারি এবং এও জানি যে পিছনে ফেলে আসা শূন্যতা আগামী বছরের পর বছর ধরে অনুভূত হবে। ওম শান্তি।
আজ আহমেদাবাদে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধ্বংসের দৃশ্যটি দুঃখজনক। পরবর্তী সময়ে অক্লান্ত পরিশ্রমকারী কর্মকর্তা এবং দলগুলির সাথে দেখা করেছি। এই অকল্পনীয় দুর্ঘটনায় যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি আমাদের সমবেদনা রইল।”
এর আগে বৃহস্পতিবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “আহমেদাবাদের দুর্ঘটনা আমাদের হতবাক এবং দুঃখিত করেছে। এটি হৃদয়বিদারক। এই দুঃখের মুহূর্তে, এর দ্বারা ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমার সমবেদনা। ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রী এবং কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি।”