মণিপুরে জঙ্গি হানায় শহিদ জওয়ানকে চোখের জলে শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: মণিপুরে জঙ্গি হামলায় শহিদের দেহ পৌঁছল বাঁকুড়ার পাঁচালের বাড়িতে। জনস্রোতের চোখের জলে শেষ বিদায় শহিদকে।
মণিপুরে জঙ্গি হামলায় নিহত আধা সামরিক বাহিনীর জওয়ানের দেহ পৌঁছল বাঁকুড়ার সোনামুখী থানার পাঁচাল গ্রামের বাড়িতে। শনিবারই অরূপ সাইনি নামের ওই জওয়ানের দেহ বিমানে আনা হয় কলকাতায়। রবিবার সকালে কফিনবন্দি দেহ নিয়ে যাওয়া হয় তাঁর পাঁচাল গ্রামের বাড়িতে। সেখানে তাঁর কফিনে শেষ শ্রদ্ধা জানান বাঁকুড়ার পুলিশ সুপার সহ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। চোখের জলে শহিদকে শেষ শ্রদ্ধা জানায় এলাকার হাজার হাজার মানুষ।
শুক্রবার রাতে মণিপুরের বিষ্ণুপুরের নারানসেনায় কুকি জঙ্গিদের হানায় সিআরপিএফের হেড কনস্টেবল অরূপ সাইনি সহ দুই সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়। জঙ্গি হামলায় অরূপ সাইনির মৃত্যুর খবর শনিবারই এসে পৌঁছয় বাঁকুড়ার সোনামুখী থানার পাঁচাল গ্রামে তাঁর বাড়িতে। তারপর থেকেই কার্যত শোকে স্তব্ধ হয়ে যায় গোটা গ্রাম। চোখের জলে শুরু হয় অরূপ সাইনিকে শেষবার চোখে দেখার জন্য গ্রামবাসীদের প্রতীক্ষা।
শনিবারই বিশেষ বিমানে তাঁর কফিনবন্দি দেহ পৌঁছয় কলকাতায়। সেখান থেকে রবিবার সকালে সিআরপিএফের কর্মী আধিকারিকরা অরূপ সাইনির দেহ নিয়ে যান সোনামুখী থানার পাঁচাল গ্রামে। গ্রামের বাড়ির অদূরেই তৈরি ছিল মঞ্চ। সেই মঞ্চকে ঘিরে সকাল থেকেই কাতারে কাতারে মানুষ ভিড় জমান। সকাল সাতটা নাগাদ শহিদের কফিনবন্দি দেহ আনা হয় মঞ্চে। সেখানে শহিদের মরদেহে শ্রদ্ধা জানান বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি সহ রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 4 =