নিজস্ব প্রতিবেদন, অণ্ডাল: অণ্ডাল উচ্চ বালিকা বিদ্যালয়ে চুরির ঘটনায় গ্রেপ্তার এক স্কুলেরই শিক্ষিকার গাড়ির চালক। তিনদিনের মাথায় স্কুলে থাকা সিসিটিভি ফুটেজ দেখে কিনারা করল পুলিশ। প্রথমে সন্দেহভাজন এক যুবককে নিজেদের হেপাজতে নেয় পুলিশ। মঙ্গলবার সকাল বেলা স্কুল খুলতেই যুবককে আটক করা হয় এবং পরে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ধৃত যুবক ওই বিদ্যালয়ের এক শিক্ষিকার গাড়ির চালকের কাজে করত। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, সে বাঁকুড়া জেলার তেঘরিয়া মেটেলি এলাকার বাসিন্দা, নাম সঞ্জিত গড়াই। ধৃত ব্যক্তি চুরির কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের। তবে চুরি যাওয়া টাকা পয়সা উদ্ধার হয়নি। বুধবার ধৃত যুবক সঞ্জিতকে দুর্গাপুর আদালতে তোলা হয়। ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পেতে আদালতের কাছে ধৃতের ৭ দিনের পুলিশ হেপাজতের আবেদন করা হবে বলে পুলিশ সূত্রে জানা যায়।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে পশ্চিম বর্ধমান জেলার অণ্ডাল থানা এলাকায় ট্র্যাফিক কলোনি সংলগ্ন এলাকায় অণ্ডাল উচ্চ বালিকা বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে। ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। নগদ টাকা ও বেশ কিছু নথি চুরি হয় বলে জানান বিদ্যালয়ের শিক্ষিকা সঞ্চিতা চক্রবর্তী। সঙ্গে সঙ্গেই ঘটনার তদন্ত শুরু করে অণ্ডাল থানার পুলিশ।