পূর্ব মেদিনীপুর : আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে রাজ্যের বাজেট অধিবেশন। ১২ তারিখ বাজেট পেশ। বিধানসভা ভোটের আগে এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। এবারের বাজেটে কী কী ঘোষণা করা হতে পারে, তা নিয়ে সব মহলে কৌতূহল তুঙ্গে।
কৌতূহল রয়েছে বিরোধী শিবিরেও। শনিবার পূর্ব মেদিনীপুরের মহিষাদলের দেউলপোঁতা গ্রাম পঞ্চায়েতে দলের জনসংযোগ যাত্রায় গিয়ে তা স্পষ্ট করলেন। এমনকী এবারের বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় কী চমক দিতে পারেন, তাও জানিয়ে দিলেন বিরোধী দলনেতা।
শুভেন্দুবাবু দেউলপোঁতায় বলেন, “আমি আপনাদের এখন থেকেই বলে যাচ্ছি, এবারের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারে ৫০০ টাকা বাড়বে। মানে ১০০০ টাকা যারা পেত, তারা দেড় হাজার পাবে।” এরপরই শুভেন্দুর ঘোষণা, “লিখে রাখুন, আমরা ক্ষমতায় এলে সবাইকে লক্ষ্মীর ভান্ডারে তিন হাজার টাকা করে দেব।”
তিনি বলেন, বাংলা আবাস যোজনায় বাড়ি তৈরি করতে ১ লাখ ২০ হাজার টাকা করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। গত ডিসেম্বরে বাংলা আবাস যোজনায় রাজ্যের সাড়ে ১২ লক্ষ পরিবারকে বাড়ি তৈরির প্রথম কিস্তির ৬০ হাজার টাকা করে দিয়েওছে রাজ্য।
ওই প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, “সবাই জানে ১ লাখ ২০ হাজার টাকায় বাড়ি তৈরি হয় না। ক্ষমতায় এলে আমরা আরও ১ লাখ ৮০ হাজার টাকা করে দেব। আর যাদের নাম তালিকাতেই নেই তাদের বাড়ি তৈরির জন্য তিন লাখ টাকা করে দেব। প্রধানমন্ত্রী সুর্যোদয় আলো প্রকল্পে সোলার বিদ্যুৎও দেওয়া হবে, যাতে বিদ্যুতের বিল কাউকে দিতে না হয়।”

