ধান উৎপাদনে রাজ্য শীর্ষে—মুখ্যমন্ত্রীর দাবিকে ‘মিথ্যে’ বলে কটাক্ষ করে সরকারি তথ্য তুলে ধরলেন শুভেন্দু।

কলকাতা : পশ্চিমবঙ্গে ধান উৎপাদনে নয়া রেকর্ড গড়েছে রাজ্য—মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দাবিকেই ‘পুরোটাই মিথ্যে’ বলে আখ্যা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নিজের এক্স (X) হ্যান্ডেলে বিস্তৃত পোস্টে তিনি লেখেন, “৩ জুলাই মুখ্যমন্ত্রী একগুচ্ছ মিথ্যে তথ্য পোস্ট করেছেন। তিনি দাবি করেছেন ২০২৪-২৫ অর্থবর্ষে রাজ্যে ২৫৬.৫৩ লক্ষ মেট্রিক টন ধান উৎপন্ন হয়েছে, যা ইতিহাসে সর্বাধিক এবং দেশজুড়ে সর্বোচ্চ।”

এই দাবিকে ‘আত্মপ্রচারের ব্যর্থ প্রচেষ্টা’ বলে কটাক্ষ করে শুভেন্দু জানান, মুখ্যমন্ত্রীর নিজের কৃষি দফতরের দেওয়া তথ্য অনুযায়ী ইউনিফায়েড পোর্টাল ফর অ্যাগ্রিকালচারাল স্ট্যাটিস্টিকস (UPAg)-এ রেকর্ড অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে রাজ্যে চাল উৎপাদন হয়েছে মাত্র ১৬৪.৯১ লক্ষ মেট্রিক টন, যা ৬৬% অনুপাতে ধান হিসেবে ধরা হলে দাঁড়ায় ২৪৯.৮৬ লক্ষ মেট্রিক টন—মুখ্যমন্ত্রীর দাবির থেকে অনেকটাই কম।

শুভেন্দুর বক্তব্য অনুযায়ী, ধান উৎপাদনে এ বছর রাজ্যের অবস্থান তৃতীয়, আর ফলন হেক্টর প্রতি মাত্র ২৯৫০ কেজি, যা সর্বভারতীয় গড়ের কাছাকাছি। পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ ও হরিয়ানার ফলন যথাক্রমে ৪৪২৮, ৩৮৬৩ ও ৩৭৬৬ কেজি/হেক্টর—অনেকটাই বেশি।

তিনি আরও উল্লেখ করেন, সব ধরনের খাদ্যশস্য মিলিয়ে পশ্চিমবঙ্গের অবদান মাত্র ৬% এবং শস্যফলনের নিরিখে রাজ্য ৭ নম্বরে নেমে গিয়েছে। ডাল, ভুট্টা ও তেলবীজ উৎপাদনেও পশ্চিমবঙ্গের অবস্থান অনেক পিছিয়ে—জাতীয় উৎপাদনের মাত্র ৩% থেকে ৬.৬%।

শেষে শুভেন্দু লেখেন, “যদি মুখ্যমন্ত্রীর মধ্যে সামান্যতম নৈতিকতা থেকে থাকে, তবে উনি যেন তাঁর পোস্ট সংশোধন করে প্রকৃত তথ্য রাজ্যবাসীর সামনে তুলে ধরেন।”

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + thirteen =