কলকাতা : পুলিশের অতিসক্রিয়তার বিরুদ্ধে এবং পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে বুধবার কলকাতা হাইকোর্টে মামলা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপি-র সভাপতি ড. সুকান্ত মজুমদার।
বিজেপি-র প্রেস বিবৃতিতে এদিন জানানো হয়েছে, সুকান্ত মজুমদারকে বারবার পুলিশি হেনস্থার সম্মুখীন হতে হয়েছে। এটার বিরুদ্ধে তিনি একটা চিঠি লিখেছিলেন কলকাতা পুলিশের কমিশনারকে কিন্তু কলকাতা পুলিশ কমিশনার দলের রাজ্য সভাপতিকে উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেননি।
ঘটনার সূত্রপাত গত শনিবার। ওইদিন কসবা আইন কলেজে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে গড়িয়াহাট মোড়ে বিক্ষোভ কর্মসূচি ছিল বিজেপির। সেই সময় সুকান্ত-সহ আরও অনেককে আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয়। রাতভর আটকে ছিলেন তাঁরা। সকালে তাঁদের ছেড়ে দেয় পুলিশ। এরপর বাইরে বেরিয়ে পুলিশের বিরুদ্ধে তোপ দেগেছিলেন সুকান্ত মজুমদার। শুধু এই ঘটনা নয়, একাধিকবার নানাভাবে পুলিশি হেনস্তার মুখোমুখি হতে হয়েছে তাঁকে।