কুণাল-সুদীপ দ্বৈরথে মন্তব্য করে বিষয়টাকে বাড়াতে চাননি ফিরহাদ হাকিম। তবে এ নিয়ে এবার সরব হলেন বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়। তাঁর বাড়িতে ইডি ঢুকিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়! ফের উত্তর কলকাতার সাংসদ সুদীপ বিরুদ্ধে বিস্ফোরক দাবি করলেন দলীয় বিধায়ক তাপস। দলের অন্দর থেকেই বরানগরের তৃণমূল বিধায়ক এই খবর পেয়েছেন বলে দাবি। সাংবাদিকের প্রশ্নের জবাবে তাপসবাবু জানান, ‘ইডিতে ওঁর (সুদীপ বন্দ্যোপাধ্যায়) কয়েকজন চেনাজানা আছে। তাদের দিয়ে ও এই কাজ করিয়েছে। সুদীপের বাড়িতে বসেই ঠিক হয়েছে আমার বাড়িতে ইডি আসবে।’ একইসঙ্গে প্রশ্ন, ‘আমার বাড়িতে কেন ইডি আসবে বলুন তো?’
দিন কয়েক ধরেই উত্তর কলকাতার তৃণমূলের কয়েকজন নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন দলেরই একাংশ। এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন তাপস রায়। সাংসদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করলেন করলেন দলীয় বিধায়ক। তাঁর দাবি, ‘উত্তর কলকাতায় প্রার্থী হিসেবে আমার নাম উঠে আসছে। আমি যাতে টিকিট না পাই তাই আমার বাড়িতে ইডি ঢোকাচ্ছে। রাজ্যসভা, লোকসভা, রাজ্য মন্ত্রিসভার অন্তত ৪০ জন আমাকে এই কথা বলেছে।’
বরানগর বিধানসভা কেন্দ্রে টিকিট দেওয়ার প্রসঙ্গও টেনে আনেন তাপস রায়। তাঁর দাবি, সুদীপ বন্দ্যোপাধ্যায়-শান্তনু সেন এবং মুকুল রায়ের যোগসাজশেই তাঁকে বরানগরে পাঠানো হয়েছিল। কারণ, ওই এলাকা বামেদের শক্তঘাঁটি ছিল। মনে করা হয়েছিল তিনি হেরে যাবেন। তারপরেও জিতে দেখিয়েছেন বলে জানান তাপস।