সিট এর সদস্য সংখ্যা বেড়েছে ৯, আরও ৬টি ক্যামেরা বসেছে

কলকাতা : কসবা থানা এলাকায় দক্ষিণ কলকাতা ল কলেজের ঘটনায় তদন্তের কাজে গতি আনতে বিশেষ তদন্ত কমিটির সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। এই মুহূর্তে সিট – এর সদস্য ৫ থেকে বেড়ে হল ৯ জন। এদিকে, কলেজের মধ্যে ক্যামেরার সংখ্যা ও বাড়ল।

আগে ছিল চারটি। যুক্ত হল আরো ছয়টি। এই মুহূর্তে তা দশটি হয়েছে। নতুন এক নিরাপত্তা রক্ষী ও হাজির। উল্লেখ্য, ২৫ তারিখের ঘটনায় কর্তব্যে গাফিলতির ঘটনায় অভিযুক্ত নিরাপত্তারক্ষী যদিও কলকাতা পুলিশের হাতে গ্রেফতার। এদিকে, কড়া বেষ্টনীর মধ্যেই আপাতত কলেজটিকে ঘিরে রাখা হয়েছে।

সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কাছে ও এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বিষয়। কলেজের কাছেই কসবা থানা রয়েছে। কংগ্রেস, বিজেপি থেকে শুরু করে রাজনৈতিক দল গুলো দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্যে সরব হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =