কলকাতা : কেন্দ্রীয় সংস্থা জাতীয় মহিলা কমিশনের তরফেও এক মহিলা প্রতিনিধি দল রবিবার সেখানে গেলে পুলিশের ভূমিকায় কাজে বাধাদানের অভিযোগ রয়েছে। এই নিয়ে ফের শোরগোল বাধে। কাজেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
সাউথ ক্যালকাটা ল’ কলেজের অবস্থান দক্ষিণ কলকাতার কসবা থানা এলাকায়। সেখানে রবিবার সকালের দিকে আইন কলেজ পরিদর্শনে জাতীয় মহিলা কমিশনের দলের নেতৃত্বে ছিলেন চেয়ারপার্সন অর্চনা মজুমদার। তাঁর নেতৃত্বে সংশ্লিষ্ট দলের প্রতিনিধিরা সশরীরে হাজির হয়েছেন।
পুলিশের কড়া প্রহরা যদিও মোতায়েন ছিল। পরিদর্শনকালে ঘটনাস্থলে যেতে চান প্রতিনিধিরা। এতে আপত্তি জানান কর্তব্যরত পুলিশ ও নিরাপত্তা কর্মীরা। তাদের বক্তব্য ‘ক্রাইম সিন’ – অপরাধস্থলে কোনওমতেই যেতে দেওয়া যাবে না। যদিও ইতিমধ্যেই ফরেন্সিক দল সেখানে পরিদর্শন করেছেন এবং অনুসন্ধানে যাবতীয় তথ্য ও নমুনা সংগ্রহ করে।