West Bengal : রাতারাতি কোটিপতি কাঁকসার সিলামপুরের সিরাজুল

0
266
Advertisement

                                      – সুজিত ভট্টাচার্য্য
কাঁকসা : ৩০ টাকার লটারির টিকিট কেটে রাতারাতি কোটিপতি কাঁকসার সিলামপুরের বাসিন্দা সিরাজুল খান।

Advertisement

৪৭ বছর বয়সী সিরাজুল খান রোজ সকালে পানাগড়ের দিন মজুরের কাজে যোগ দিয়ে কাজের শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পরে মাঝে মধ্যেই লটারির টিকিট কাটতেন।

শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে পানাগড়ের রেলপাড়ে একটি দোকান থেকে ৫ সেমের একটি লটারি কাটেন ৩০ টাকা দিয়ে।

এর পরেই বাড়ি ঢোকার মুখে গ্রামের মোড়ে নির্ধারিত সময়ে লটারির টিকিটের রেজাল্ট মেলানোর সময় তিনি দেখেন ওই ৫ সেমের লটারির টিকিটের মধ্যে একটি টিকিট প্রথম পুরস্কার বাবদ এক কোটি টাকার পুরস্কার পড়েছে।

হটাৎ কোটি টাকার পুরস্কার পাওয়ায় কিছুটা হতভম্ভ হয়ে যান। এর পরেই সটান কাঁকসা থানায় হাজির হন তিনি।

তিনি জানিয়েছেন বাড়িতে তার মা বাবা স্ত্রী ও ছেলে মেয়ে আছে তাদের ভবিষ্যতের কথা ভেবে সেই টাকা তাদের নামে ব্যাংকে রাখবেন।

বাকি বাড়ি মেরামত করার পাশাপাশি নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা রয়েছে তার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − seven =