খড়গপুর শহরের ২৬ নম্বর ওয়ার্ডের সাউথ ডেভলপমেন্ট এলাকায় দুই প্রতিবেশী পরিবারের ঝগড়াকে কেন্দ্র করে গুলি চালানোর অভিযোগ উঠেছে l আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ এক যুবককে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে l পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দিনেশ কুমার জানিয়েছেন, ঘটনায় খড়গপুর টাউন থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে l উত্তেজনা থাকায় এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী l স্থানীয় সূত্রের খবর, ওই এলাকায় সিং ও গুপ্তা পরিবারের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা রয়েছে l বুধবার বিকেলে আদিত্য গুপ্তা নামে গুপ্তা পরিবারের এক যুবক রাস্তায় দাঁড়িয়ে ফোনে কথা বলার সময় পাশ দিয়ে যাওয়া সিং পরিবারের এক যুবতীকে কটুক্তি করে বলে অভিযোগl এর পরেই দুই পরিবারে উত্তেজনা দেখা দেয় l অভিযোগ, সিং পরিবারের ছোটু সিং কয়েকজন বহিরাগতদের নিয়ে আদিত্য গুপ্তা ও তার বাবা সুনিল গুপ্তাকে বেধড়ক মারধর করে এবং গভীর রাতে বেশ কিছু লোক জানলা ভেঙে চার রাউন্ড গুলি চালায় l গুলিবিদ্ধ হন সুনিল গুপ্তা l
জামাই বাবু সুনিল গুপ্তাকে বাঁচাতে গিয়ে বহিরাগত দুষ্কৃতীদের হাতে প্রহৃত হন টিংকু রানা নামে এক যুবক l রাতেই তাদের উদ্ধার করে প্রথমে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় l পরে স্থানান্তর করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে l
গভীর রাতে ঘটনাস্থলে যান অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখার্জি l তিনি জানান, মূল অভিযুক্ত ছোটু সিং ঘটনার পর থেকেই পলাতক l তার খোঁজে তল্লাশি চলছে l গ্রেপ্তার করা হয়েছে তার দিদি ও বাবাকে l এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে l