কলকাতা : বৃহস্পতিবার রাতে পুলিশের লাঠির আঘাতে পিঠে গুরুতর চোট পেয়েছিলেন স্কুল শিক্ষক হিরণ দেবনাথ। হাসপাতালে চিকিৎসা করানোর পরে ছাড়া পেয়েই শুক্রবার সকালে আবার বিকাশ ভবনের সামনে আসেন তিনি।
জানা গেছে, তাঁর হাড়ে চিড় ধরেছে। তবু তিনি হাসপাতালে বসে না থেকে চলে এসেছেন বিক্ষোভ মঞ্চে।
আন্দোলনকারীরা বলেন, তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে পুলিশ। তবে, তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।