সান ফ্রান্সিসকো থেকে মুম্বইগামী বিমান আটকে কলকাতায়, নামানো হল যাত্রীদের

কলকাতা : কলকাতা বিমানবন্দরে মাঝরাতে যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে গেল এয়ার ইন্ডিয়ার একটি আন্তর্জাতিক উড়ান। সান ফ্রান্সিসকো থেকে মুম্বইগামী ওই বিমান কলকাতা হয়ে যাওয়ার পথে এক ইঞ্জিনে প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। নিরাপত্তার কথা মাথায় রেখে যাত্রীদের নামিয়ে নেওয়া হয়।

কলকাতা থেকে রাত ২টোর সময় বিমানটির মুম্বইয়ের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও বিমানটি রওনা হয়নি। সূত্রের খবর, বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। বিমানের বাঁ দিকের ইঞ্জিনে কিছু প্রযুক্তিগত সমস্যা রয়েছে। সে কারণে এখনও তা আটকে আছে।

এদিন ভোর ৫টা ২০ মিনিট নাগাদ সকল যাত্রীকে বিমান থেকে নেমে যাওয়ার জন্য বলা হয়। এআই ১৮০-র পাইলট ঘোষণা করেন, বিমানের সুরক্ষাজনিত কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের বিমান থেকে নামানোর পরে এয়ার ইন্ডিয়ার ওই বিমানটিকে দমদম বিমানবন্দরে টারম্যাকে নিয়ে যাওয়া হয়। সেখানেই বিমানবন্দরে উড়ান সংস্থার কর্মীরা (গ্রাউন্ড স্টাফ) ইঞ্জিনের সমস্যাটি খতিয়ে দেখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + two =