আহমেদাবাদ : কেটে গিয়েছে চারটে দিন। এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় মৃত ১৩২ জনের দেহ ডিএনএ পরীক্ষায় শনাক্ত করা সম্ভব হয়েছে এখনও পর্যন্ত। আহমেদাবাদ বিমান দুর্ঘটনার প্রেক্ষিতে স্বজনহারাদের ভিড় চোখে পড়েছে হাসপাতাল চত্বরে।
গুজরাটের স্বাস্থ্যমন্ত্রী রুশিকেশ প্যাটেল মঙ্গলবার জানান, আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ডিএনএ পরীক্ষার মাধ্যমে এখনও পর্যন্ত ১৩২ জন নিহতের দেহ শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৯৭ জনের মৃতদেহ ইতিমধ্যেই নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ–লন্ডন এয়ার ইন্ডিয়ার বিমান টেকঅফের কিছুক্ষণ পরেই ভেঙে পড়ে আহমেদাবাদের মেঘানিনগর এলাকায়। বহু যাত্রী মারা গিয়েছেন এই বিমান দুর্ঘটনায়। এদিন দুপুর ১টা ১৭ মিনিট নাগাদ সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার বিমানটি লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। ১টা ৩৮ মিনিট নাগাদ ভেঙে পড়ে বিমানটি।