ফের রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বলি সাংবাদিক!

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে (Ukraine) আরও এক সাংবাদিকের মৃত্যু। যুদ্ধবিধ্বস্ত কিয়েভে রুশ (Russia) সেনার ফেলা গোলায় মারা গিয়েছেন রাশিয়ার সাংবাদিক (Journalist) ওকসানা রাউলিনা।

জানা যাচ্ছে, কিয়েভের একটি বহুতলে ছিলেন ওকসানা। সেখানে এর আগে হওয়া রুশ হামলার (Russia-Ukraine War) ফলে কী ক্ষতি হয়েছে, সেটাই ক্যামেরাবন্দি করছিলেন তিনি। সেই সময়ই ফের সেখানে আছড়ে পড়ে রুশ গোলা। তাতেই প্রাণ হারান ইনসাইডারের ওই সাংবাদিক।

জানা গিয়েছে, হামলায় ওই রুশ সাংবাদিক ছাড়াও মারা গিয়েছেন আরেক সাধারণ নাগরিক। এছাড়াও আরও দু’জন গুরুতর আহত। তাঁরা ওকসানার সঙ্গে সেখানেই উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। রাশিয়া ইউক্রেনে হামলা করার পরই ওকসানা যুদ্ধের খবর কভার করতে এদেশে উপস্থিত হন। কিয়েভ ও লিভিভের মতো শহর থেকে টানা যুদ্ধের রিপোর্ট করতে দেখা গিয়েছিল তাঁকে। তাঁর মৃত্যুতে ইনসাইডারের তরফে শোকপ্রকাশ করা হয়েছে।

উল্লেখ, কয়েক দিন আগেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বলি হয়েছিলেন ফক্স নিউজের চিত্র সাংবাদিক পিয়েরে জাকার জেনওয়াস্কি। রুশ গোলা আছড়ে পড়ে তাঁর গাড়িতে। সেখানেই প্রাণ যায় ওই সাংবাদিকের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − 2 =